ছদ্মনাম



 ছদ্মনাম                 সাহিত্যিক


১। টেকচাঁদ ঠাকুর - প্যারীচাঁদ মিত্র
২। হুতোম পেঁচা - কালীপ্রসন্ন সিংহ
৩। পরশুরাম - রাজশেখর বসু
৪। বীরবল - প্রমথ চৌধুরী
৫। ভানুসিংহ -  রবীন্দ্রনাথ ঠাকুর
৬। অনিলা দেবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭। বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮। বিকর্ণ - নারায়ণ সান্যাল।
৯। প্র,না,বি - প্রমথ নাথ বিশী
১০। জরাসন্ধ - চারুচন্দ্র চক্রবর্তী
১১। নবকুমার কবিরত্ন - সত্যেন্দ্রনাথ দত্ত 
১২। নীহারিকা দেবী - অচিন্ত্য কুমার সেনগুপ্ত
১৩। স্বপন বুড়ো - অখিলবন্ধু নিয়োগী
১৪। যুবনাশ্ব - মণীশ ঘটক
১৫।  কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
১৬। কস্যচিত্ উপযুক্ত ভাইপোস্য - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭। কৃত্তিবাস ওঝা ,সত্যসুন্দর দাস - 
 মোহিতলাল মজুমদার
১৮। ব্যাঙাচি,ধূমকেতু - নজরুল ইসলাম 
১৯। কালপুরুষ , সুপান্থ - সুবোধ ঘোষ
২০। যাযাবর - বিনয় মুখোপাধ্যায়
২১। লীলাময় রায় - অন্নদাশঙ্কর রায়
২২। অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়
২৩। কালপেঁচা - বিনয় ঘোষ
২৪। ওমর খৈয়াম, সত্যপীর - মুজতবা আলি
২৫। শ্রী - জীবনানন্দ দাশ
২৬। মৌমাছি - বিমল ঘোষ
২৭। সুনন্দ - নারায়ণ গঙ্গোপাধ্যায়।
২৮। অপরাজিতা দেবী - রাধারানী দেবী 
২৯। বেদুইন - দেবেশ রায়।
৩০। কৃত্তিবাস ভদ্র - প্রেমেদ্র মিত্র
৩১। কুন্তক - শঙ্খ ঘোষ।
৩২। রূপদর্শী - গৌরকিশোর ঘোষ
৩৩। শ্রীপান্থ - নিখিল সরকার
৩৪। ঢোল গোবিন্দ - সুভাষ মুখোপাধ্যায় 
৩৫।বাণভট্ট - নীহাররঞ্জন গুপ্ত।
৩৬। ভ্রমর, কালকূট - সমরেশ বসু
৩৭। চিত্রগুপ্ত - সতীনাথ ভাদুড়ী
৩৮। মানিক বন্দ্যোপাধ্যায় - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৩৯। নীললোহিত - সুনীল গঙ্গোপাধ্যায় 
৪০। শঙ্কর - মনি শঙ্কর মুখোপাধ্যায়


পলাশ সরকার

www.banglasahayak.com -এ আপনাকে স্বাগত। বাংলা পাঠের এক অনন্য ঠিকানা বাংলাসহায়কডটকম। নবম,দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির বাংলা ছাত্রছাত্রী এবং এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ার এক অনলাইন প্ল্যাটফর্ম।

Post a Comment

Previous Post Next Post